একই মঞ্চে যৌন হেনস্তায় অভিযুক্ত ও অভিযোগকারী

|

সোনা মহাপাত্র ও অনু মালিক।

‘ইন্ডিয়ান আইডল ১২’ রিয়েলিটি শো নিয়ে আবার শুরু হয়েছে বিতর্ক। এবার বিতর্ক শুরু হয়েছে সঙ্গীত শিল্পী ও সুরকার অনু মালিক। সঙ্গীত শিল্পী সোনা মহাপাত্রকে যৌন হেনস্তার অভিযোগে যাকে ২০১৯ সালে ইন্ডিয়ান আইডলের বিচারকের আসন থেকে সরিয়ে দেয়া হয়েছিলো। সম্প্রতি অনু মালিককে আবার ওই রিয়েলিটি শোর বিচারকের আসনে ফিরিয়ে আনা নিয়েই শুরু হয়েছে বিতর্ক।

এবার সোনা মহাপাত্র যেখানে ইন্ডিয়ান আইডলের বিচারক, তার পাশেই অনু মালিককে পুনর্বহাল নিয়ে ইতোমধ্যে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে সমালোচনা। ঘটনার প্রতিবাদ করছেন স্বয়ং সোনাও। মঙ্গলবার সোনা এক টুইটে বলেছেন, এই শো এবং ওই ব্যক্তিকে অবিলম্বে বাতিল করা উচিত। পোস্টে তিনি ‘ইন্ডিয়ান আইডল’, ‘সনি টিভি’, ‘অনু মালিক’ এবং ‌’মি-টু’ হ্যাশট্যাগ ব্যবহার কছিলেন।

উল্লেখ্য, বলিউডে ‘মি-টু’ আন্দোলন শুরু হওয়ার সাথে সাথেই অনু মালিকের বিরুদ্ধে বেশ কয়েকটি যৌন হেনস্থার অভিযোগ এসেছিল। অভিযোগকারীদের মধ্যে ছিলেন, শ্বেতা পণ্ডিত, নেহা ভাসিনও। এসব অভিযোগ উঠতেই ‘ইন্ডিয়ান আইডল’-এর বিচারকের পদ থেকে সরিয়ে দেয়া হয়েছিলো জনপ্রিয় এই সুরকারকে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply