করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি, হাসপাতালগুলোর চিত্র যেমন

|

কিছুক্ষণ পর পরই বের হচ্ছে মরদেহ, আহাজারি-আর্তনাদে ভারী হয়ে উঠছে হাসপাতালগুলোর চারপাশ। করোনায় মৃতের সংখ্যা বাড়তে থাকায় রাজশাহী-খুলনার মতো বিভাগীয় হাসপাতালগুলোর পরিস্থিতি এখন এমনই।

রাজশাহী মেডিকেলে প্রতিদিনই বাড়ছে রোগীর চাপ। করোনা ওয়ার্ডে ৪০৫টি শয্যার বিপরীতে ভর্তি ৪৫৯ জন। অর্থাৎ অতিরিক্ত ৫৪ জন রোগী ভর্তি। একই অবস্থা খুলনার করোনা বিশেষায়িত হাসপাতালেরও। ১৩০ শয্যার বিপরীতে ১৪৫ জন ভর্তি। খুব জটিল পরিস্থিতি না হলে রোগী ভর্তি করা হচ্ছে না এখানে।

শয্যা ছাড়া যারা ভর্তি আছেন, তারা ভুগছেন অক্সিজেন সংকটে। কারণ তাদের সেন্ট্রাল অক্সিজেন সিস্টেমের আওতায় আনা সম্ভব হচ্ছে না। রংপুরের পরিস্থিতিও খারাপের দিকে। লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁওসহ বিভাগের আরও কয়েকটি জেলায় সংক্রমণ বেড়েছে আশঙ্কাজনক হারে। চট্টগ্রামেও দিন দিন বাড়ছে করোনা সংক্রমণ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply