রোহিঙ্গা যুবকের বৈবাহিক প্রতারণার শিকার বাঙালি নারী, ২৬ দিন জেল খেটে মুক্তি

|

রোহিঙ্গা যুবকের বৈবাহিক প্রতারণার শিকার হয়ে দুগ্ধপোষ্য শিশুসহ ২৬ দিন কারাভোগ শেষে মুক্তি পেয়েছেন চট্টগ্রামের রাঙ্গুনিয়ার এক নারী। প্রতারক ওই রোহিঙ্গার শাস্তি চান ওই নারীর পরিবার। অসহায় ওই নারীকে বিনা খরচে আইনি সহায়তা দিয়েছে বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন।

তার দাবি, তিনি রোহিঙ্গা যুবক সিদ্দিকের প্রতারণার শিকার। রাঙ্গুনিয়ার পদুয়ায় এক মসজিদের মুয়াজ্জিন ছিলেন সিদ্দিক। ১০ বছর আগে পালিয়ে বিয়ের পর তার আসল পরিচয় জানতে পারেন ৩৩ বছর বয়সী এই নারী। নানা জায়গা ঘুরে ঠাঁই হয় টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে। এক পর্যায়ে স্বামী নিরুদ্দেশ হলে ফিরে যান রাঙ্গুনিয়ার নিজ বাড়িতে। পরে ওমান যাওয়ার জন্য পাসপোর্ট করাতে গেলে রোহিঙ্গা হিসেবে চিহ্নিত হয়ে গ্রেফতার হন সিরাজ খাতুন। আইনি লড়াই শেষে মুক্তি পেয়ে খুশি ওই নারী ও তার স্বজনরা।

গত ৩ জুন চট্টগ্রামের পাসপোর্ট অফিস থেকে গ্রেফতার হয়েছিলেন সিরাজ খাতুন। পরে প্রকৃত ঘটনা জেনে মা ও শিশুকে আইনি সহায়তা দেয় বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন। ১৬ জুন এই নারীর জামিন মঞ্জুর করলেও, জামিননামায় স্বাক্ষর সংক্রান্ত জটিলতায় মুক্তি পেতে ১৩ দিন দেরি হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply