টেকনাফে রোহিঙ্গা সন্ত্রাসীদের হামলায় ৩ ভাই গুলিবিদ্ধ

|

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারের টেকনাফ উপজেলায় রোহিঙ্গা সন্ত্রাসী হাসিম উল্লাহ বাহিনীর এলোপাতাড়ি গুলিতে ৩ ভাই গুলিবিদ্ধ হয়েছে। বুধবার (২৯জুন) ভোর রাতে টেকনাফের দমদমিয়া নেচার পার্ক এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হচ্ছেন, টেকনাফের হ্নীলা ইউনিয়নের দমদমিয়া এলাকার বাসিন্দা হাবিবুর রহমানের ছেলে রহমত উল্লাহ (২৬), ছালামত উল্লাহ (২৪) ও মোঃ হাসান (১৮)। আহতদের বর্তমানে কক্সবাজারের একটি বেসরকারি হাসপাতালে রাখা হয়েছে।

আমর্ড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ১৬ এর অধিনায়ক পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম জানান, পূর্ব শত্রুতার জের ধরে রোহিঙ্গা সন্ত্রাসী হাসিম উল্লাহ বাহিনী ভোর রাত ৩টার দিকে দমদমিয়া এলাকায় হাবিবুর রহমানের বসতবাড়িতে হামলা চালায়। তখন সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি করে পালিয়ে যায়। এতে হাবিবুর রহমানের ৩ ছেলে গুলিবিদ্ধ হয়। আহতদের উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করে। তাদের শরীরের বিভিন্ন জায়গায় গুলি লেগেছে। এই ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান তিনি।

আহতদের ভাই মো. হাসান জানান, রোহিঙ্গা সন্ত্রাসীরা প্রায় সময় স্থানীয়দের অপহরণ করে পাহাড়ে নিয়ে আটকে রাখে পরে মোটা আংকের মুক্তিপণ দাবী করে। হয়তো সেই উদ্দেশ্যে তাদের বাড়িতে হামলা চালিয়েছিল।

খবর পেয়ে টেকনাফ মডেল থানা পুলিশ ও এপিবিএন সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply