মিয়ানমারে ২ হাজার কারাবন্দিকে মুক্তি দিতে যাচ্ছে জান্তা। একইসাথে দেশটির তারকাদের বিরুদ্ধে তোলা অভিযোগও প্রত্যাহার করে নেবে সেনা সরকার। বুধবার এ তথ্য সম্প্রচার করেছে মিয়ানমারের একটি রাষ্ট্রীয় টেলিভিশন।
জানানো হয়েছে, আগামী শনিবার থেকে শুরু হবে মুক্তি প্রক্রিয়া। রয়টার্সের একটি খবরে বলা হচ্ছে, ইয়াঙ্গুনের ইনসেইন কারাগার থেকেই মুক্তি পাবেন অন্তত ৭০০ বন্দি।
এর মধ্যে জেলগুলোর সামনে বন্দিদের আত্মীয়-স্বজনরা ভিড় জমিয়েছেন। তবে মুক্তির তালিকায় থাকা সবাই জান্তাবিরোধী বিক্ষোভ-সমাবেশ থেকে গ্রেফতার হয়েছিলেন কিনা সেটি এখনো নিশ্চিত নয়। আন্দোলনে সমর্থন জানানো তারকাদের বিরুদ্ধে অভিযোগ তুলে নেয়ার ঘোষণা এসেছে।
এর আগে ২৪ তারকাকে মুক্তির সিদ্ধান্ত দেন জান্তা প্রধান। গেলো এপ্রিলে নববর্ষ উপলক্ষে ২৩ হাজার বন্দিকে মুক্তি দিয়েছিলো সামরিক সরকার।
Leave a reply