আগামী চ্যাম্পিয়নশিপে সবার চেয়ে কম টেস্ট খেলবে বাংলাদেশ

|

ভারত-ইংল্যান্ডের টেস্ট দিয়ে শুরু হবে এবারের ২০২১ থেকে ২০২৩ এর সার্কেল। যেখানে সবচেয়ে কম ১২ টেস্ট খেলবে বাংলাদেশ। আর সবচেয়ে বেশি ২১ টেস্ট খেলবে ইংল্যান্ড।

করোনার এই মহামারির মাঝেই এই সিরিজে ২০২১-২৩ দুই বছর মিলিয়ে হবে টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন পর্ব। যে পর্বে সর্বোচ্চ ২১ টেস্ট খেলবে ইংল্যান্ড। ভারত ১৯টি, অস্ট্রেলিয়া ১৮টি, দক্ষিণ আফ্রিকা ১৫টি, পাকিস্তান ১৪টি এবং নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কা ১৩টি করে টেস্ট খেলবে। সবচেয়ে কম ১২ টেস্ট খেলবে বাংলাদেশ।

বাংলাদেশের তিনটা করে হোম আর অ্যাওয়ে সিরিজ হবে। যার শুরুটা হচ্ছে এই নভেম্বরে পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ দিয়ে। এরপর আসবে শ্রীলঙ্কা আর ২০২২ এ আসবে ভারত। আর সিরিজ খেলতে সে বছরই নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা আর ওয়েস্ট ইন্ডিজে যাবে টাইগাররা।

সাদা পোষাকের বনেদি ক্রিকেটের এই মহারণে ভিরাট কোহলির ভারতকে হারিয়ে সিংহাসনের প্রথম রাজা হয়েছে কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ড। ১ টেস্ট দিয়েই অবশ্য রাজত্ব মানতে নারাজ ভিরাট। তিনি দাবি তুলেছেন আয়োজন করতে হবে তিন টেস্ট সিরিজের ফাইনাল।

সেই দাবি আইসিসি মানবে কিনা সেটা হয়তো সময় বলে দেবে। তবে আপাতত জমাট টেস্ট চ্যম্পিয়নশিপ আয়োজন করতে পয়েন্ট বণ্টনে পরিবর্তন আনছে আইসিসি। প্রত্যেক ম্যাচে জয়ী দল পাবে মোট ১২ পয়েন্ট। যেখানে কোনো ম্যাচ ড্র হলে উভয় দল চার পয়েন্ট করে পাবে আর ম্যাচ টাই হলে পাবে সমান ছয় পয়েন্ট। স্লো ওভার রেটের জন্য থাকছে শাস্তির বিধান।

আইসিসির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা জিওফ এলারডাইস অর্জিত পয়েন্টর শতকরা অংশ নিয়ে র‍্যাঙ্কিং করার কথাও বলেছেন। আর এ সবকিছুই শুরু হচ্ছে আগস্টে ভারত-ইংল্যান্ডের ৫ ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply