জুলাই মাস জুড়ে বিনামূল্যে কোভিড-১৯ পরীক্ষার সিদ্ধান্ত স্বাস্থ্য মন্ত্রণালয়ের

|

জুলাই মাস জুড়ে বিনামূল্যে কোভিড-১৯ পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। বৃহস্পতিবার (১ জুলাই) স্বাস্থ্য সেবা বিভাগ এক প্রজ্ঞাপন জারি করে এ তথ্যটি জানিয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, দেশে কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় এবং একইসঙ্গে একই পরিবারের একাধিক সদস্য করোনায় আক্রান্ত হওয়ায় দেশের অপেক্ষাকৃত দরিদ্র জনগোষ্ঠীর পক্ষে কোভিড-১৯ সনাক্তকরণের পরীক্ষার ফি প্রদান করা কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। কোভিড-১৯ নির্মূলে অধিক হারে করোনা পরীক্ষা করা জরুরি। লকডাউন চলাকালীন সাধারণ মানুষের আর্থিক অবস্থার কথা বিবেচনা করে জুলাই মাস জুড়ে বিনামূল্যে কোভিড-১৯ সনাক্তকরণ পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন স্বাস্থ্য সেবা বিভাগ। দেশের সকল সরকারি হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রে এই নির্দেশনা বলবৎ থাকবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply