শেষ ৮-এর লড়াইয়ে মাঠে নামবে ৮ দল। ১ম কোয়ার্টার ফাইনালে জার্মানির মিউনিখে স্পেনের প্রতিপক্ষ সুইজারল্যান্ড। রাত ১০ টায় মুখোমুখি হবে এই দুই দল। আরেক ম্যাচে রাত ১টায় রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে ইতালি-বেলজিয়াম।
২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপে প্রেডিকশন করে আলোচনায় এসেছিল সাইকিক সাউসাগে। এবার ইউরোর কোয়ার্টার ফাইনালের আগেও বেলজিয়াম-ইতালি ম্যাচে কে জিতবে সেই ধরাণা দিয়েছে কুকুরটি। আসরের সেরা দুটি দলের লড়াইয়ে সে এগিয়ে রেখেছে ইতালিকে।
তবে ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ দল বেলজিয়াম কি ছেড়ে কথা বলবে? দু দলের ১১ ম্যাচের পরিসংখ্যান বলছে লড়াই সমানে সমান হলেও ইতালির ৪ জয়ের বিপরীতে ৩ জয় বেলজিয়ামের। সব শেষ ২০১৬ সালের ইউরোর বেলজিয়ামকে ২-০ গোলে হারাবার সুখস্মৃতি রয়েছে আজ্জুরিদের।
ইতালির কোচ রবার্টো মানচিনি মনে করছেন, দারুণ একটা ম্যাচ হতে চলেছে। সেরা খেলোয়াড়রাই থাকছে এই ম্যাচে। বেলজিয়াম শক্তিশালি দল। তবে তারাও পিছিয়ে নেই বলেই দাবি তার।
এই ম্যাচের আগে কেভিন বি ব্রুইনা ও এইডেন হ্যাজার্ডের ইনজুরি কপালে চিন্তার ভাজ ফেলেছে বেলজিয়াম কোচ রবার্টো মাটিনেজের। তাদের জন্য শেষ মুহুর্ত পর্যন্ত অপেক্ষা করবে বেলজিয়াম।
বেলজিয়াম কোচ রবার্টো মাটিনেজ বলেছেন, শক্ত প্রতিদ্বন্দ্বিতার অপেক্ষায় আছেন তারা। তার টিমও প্রস্তুত।
আরেক ম্যাচে শক্তিশালি স্পেইনের মুখোমুখি হবে সুইজারল্যান্ড। পরিসংখ্যান আর শক্তির বিচারে যোজন যোজন এগিয়ে স্পেইন। দু দলের মুখোমুখি ৮ দেখায় স্পেনের ৪ জয়ের বিপরিতে ১ জয় সুইজারল্যান্ডের। বাকি তিনটি ম্যাচ ড্র করেছিলো তারা।
Leave a reply