ভারতের লজ্জা ছিনিয়ে নিলো শ্রীলঙ্কা

|

ইংল্যান্ডের বিরুদ্ধে হেরেই চলেছে শ্রীলঙ্কা ক্রিকেট দল।। বৃহস্পতিবার (১জুলাই) দ্বিতীয় একদিনের ম্যাচেও হারল তারা। ওই হারের পর ভারতের দখলে থাকা একদিনের ম্যাচে সবচেয়ে বেশি হারের লজ্জার রেকর্ড নিজেদের করে নিয়েছে শ্রীলঙ্কা।

ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় একদিনের ম্যাচ হারার পর এখন পর্যন্ত শ্রীলঙ্কার সর্বমোট হারের সংখ্যা ৪২৮টি। যা বিশ্বের ক্রিকেট খেলা দলগুলির মধ্যে সর্বোচ্চ। শ্রীলঙ্কার আগে এই রেকর্ডের দখল ছিল ভারতীয় ক্রিকেট দলের। এখন পর্যন্ত ভারত হেরেছে ৪২৭টি একদিনের ম্যাচ। গতকাল ভারতকে টপকে এই রেকর্ড নিজেদের করে নেয় লঙ্কানরা।

শুধু একদিনের ক্রিকেটই নয়, টি-টোয়েন্টি ক্রিকেটেও লজ্জার রেকর্ড গড়েছে শ্রীলঙ্কা। সম্প্রতি ইংল্যান্ডের বিরুদ্ধে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিল শ্রীলঙ্কা। তিনটি ম্যাচই হেরেছে তারা। ওই সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর সর্বমোট ৭০টি টি-টোয়েন্টি ম্যাচ হেরে ক্রিকেটের এই বিভাগেও সর্বোচ্চ হারের রেকর্ড এখন শ্রীলঙ্কারই।

উল্লেখ্য, ওডিআই সিরিজেও ইংল্যান্ডের বিরুদ্ধে ২-০ পিছিয়ে আছে শ্রীলঙ্কা। শেষ ম্যাচেও যদি জিততে না পারে তবে এই সিরিজেও হোয়াইটওয়াশ হবে লঙ্কানরা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply