ব্রাজিল-চিলির প্রথমার্ধ গোলশূন্য ড্র

|

গোলশূন্য ড্র দিয়ে শেষ হলো ব্রাজিল বনাম চিলির মধ্যকার কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালের প্রথমার্ধের খেলা। বাংলাদেশ সময় ভোর ৬টায় শুরু হয় এই ম্যাচ। নিজেদের মাঠে চিলি তুলনামূলকভাবে বেশ সহজ প্রতিপক্ষ নেইমারদের জন্য। তবে প্রথমার্ধে নেইমারের দলকে গোলহীন থাকতে বাধ্য করেছে ভিদালের চিলি। নিজেদের মাঠে গোল পেতে ব্রাজিল সমর্থকদের চোখ রাখতে হবে দ্বিতীয়ার্ধে।

কোপা আমেরিকার গ্রুপ পর্বের লড়াই শেষে শুরু হয়েছে নক আউট পর্ব। প্রথম দিনেই অন্যতম ফেভারিট ব্রাজিলের মুখোমুখি হয়েছে চিলি।

গ্রুপ এ তে শীর্ষে থেকে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ব্রাজিল। ৪ ম্যাচের মধ্যে তারা জয় পেয়েছে তিনটিতে, একটি ম্যাচ ড্র হয়েছে। কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হওয়ায় শেষ ম্যাচে সেরা একাদশ নামাননি কোচ, তাই মাঠ ছাড়তে হয়েছে পয়েন্ট ভাগাভাগি করে।

নেইমারের নেতৃত্বে ব্রাজিলের হয়ে চিলির বিরুদ্ধে মাঠে নেমেছে, এদেরসন, দানিলো, মার্কুইনহোস, থিয়াগো সিলভা, রেনান লোদি, কাসেমিরো, ফ্রেড, গ্যাব্রিয়েল জেসুস, রবার্তো ফিরমিনো, রিচার্লিসনরা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply