ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে গোলাগুলিতে এক সেনা সদস্য ও পাঁচজন সন্দেহভাজন বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছে। শুক্রবার (২ জুলাই) এই ঘটনা ঘটে।
পুলিশ জানায়, দক্ষিণ পুলওয়ামা জেলার একটি গ্রামে রাতে যৌথ বাহিনীর অভিযান শুরু হয়। সে সময় বিদ্রোহীরা তাদের উপরে গুলিবর্ষণ শুরু করে। এরপর নিরাপত্তা বাহিনীও পাল্টা আক্রমণ শুরু করলে সংঘর্ষ শুরু হয়। এতে পাঁচজনের মৃত্যু হয়। এসময় সেনাবাহিনীর দুই সেনা গুরুতর আহত হয়। তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে একজন মারা যায়।
Leave a reply