বিশ্বের সর্বকনিষ্ঠ গ্র্যান্ডমাস্টার হয়েছে ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান দাবাড়ু অভিমন্যু মিশ্র। বিশ্বকে তাক লাগিয়ে মাত্র মাত্র ১২ বছর বয়সে এই রেকর্ড গড়েছে সে।
আগেই ২৫০০ রেটিং পার করেছিলেন অভিমন্যু। কয়েকদিন আগেই ১৫ বছরের গ্র্যান্ডমাস্টার লিও লুক মেন্ডেঙ্কাকে হারিয়ে ২৬০০ রেটিং টপকে যায় সে। তাছাড়া এপ্রিল ও মে মাসে জেতেন দুটি জিএম নর্ম এবং জুনের শেষ প্রতিযোগিতায় হাঙ্গেরির বেন্স লেজকোকে হারিয়ে অর্জন করেন তৃতীয় নর্ম। সবশেষ জিএম মিক্স টুর্নামেন্টের মাধ্যমে এই কৃতিত্ব অর্জন করেন অভিমন্যু।
রেকর্ড গড়ার দিনে তিনি পেছনে ফেলেছেন ইউক্রেনের সার্জে কার্জাকিনের ১৯ বছর আগের রেকর্ড।
Leave a reply