ইউরো ২০২০ এর আসরে বড় ধরণের দর্শক সমাগমের অনুমতি নিয়ে উদ্বেগ জানিয়েছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের সাথে এক যৌথ সংবাদ সম্মেলনে এ উদ্বেগ জানান তিনি।
উয়েফার সিদ্ধান্ত অনুযায়ী, যুক্তরাজ্যের ওয়েম্বলি স্টেডিয়ামে ইউরোর সেমিফাইনাল ও ফাইনাল মাঠে বসে দেখার সুযোগ পাবেন ৬০ হাজার দর্শক। ডেল্টা ভ্যারিয়েন্টের আশঙ্কাজনক বিস্তারের সময় এমন পদক্ষেপ ভয়াবহ হতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছেন জার্মানন্সেলর অ্যাঙ্গেলা মার্কেল।
তিনি বলেছেন, মিউনিখে আমরা অল্প সংখ্যক দর্শকদের মাঠে যাওয়ার অনুমতি দিয়েছি। যুক্তরাজ্যের সিদ্ধান্ত নিয়ে আমার সন্দেহ রয়েছে, এটা ভালো হবে কী না। বিশেষ করে যখন ডেল্টা ভ্যারিয়েন্টের ভয়াবহ বিস্তার হচ্ছে। ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে এ বিষয়ে কথাও বলেছি।
তবে তাকে আশ্বস্ত করে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন জানান, যথেষ্ট সুরক্ষা নিশ্চিতের পরই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এসময় তিনি গত সপ্তাহে ঘোষণা হওয়া পাইলট প্রকল্পের আওতায় ভ্যাকসিনেশনের সাফল্য তুলে ধরেন তিনি।
ইউরোর ম্যাচে দর্শক সমাগম নিয়ে গত বৃহস্পতিবার (১ জুলাই) উদ্বেগ জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও।
Leave a reply