গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুর উপজেলায় গণধর্ষণ মামলার নাজমুল হাসান(৩০) নামক এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাব-১। শুক্রবার (২ জুলাই) রাতে শ্রীপুর থানাধীন ইন্দ্রপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
র্যাব-১ এর স্পেশালাইজড কোম্পানীর কমান্ডার এ এস এম মাঈদুল ইসলাম জানান, গত রোববার (২৭ জুন) দিবাগত মধ্যরাতে দায়ের করা গণধর্ষণ মামলার এজাহারে উল্লেখিত পলাতক আসামি নাজমুল হাসান গাজীপুরের ইন্দ্রপুর এলাকায় অবস্থান করছে এমন খবর পেয়ে শুক্রবার (২ জুলাই) রাতে ওই এলাকায় অভিযান চালায় র্যাব-১। পরে রাত ১০টার দিকে ইন্দ্রপুরে তাদের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। তাকে শ্রীপুর থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে।
শ্রীপুর থানার পরিদর্শক মাহফুজ ইমতিয়াজ ভুঁইয়া জানান, মামলার বাদি গণধর্ষণের শিকার সাতক্ষীরার ওই তরুণী (১৯) শ্রীপুর উপজেলার টেপিরবাড়ি এলাকায় ভাড়া বাসায় থেকে এক পোশাক কারখানায় চাকুরি করেন। মাস তিনেক আগে গ্রামের বাড়ি থেকে শ্রীপুরের বাসায় ফেরার পথে বাসে সাগরের সঙ্গে তার পরিচয় ও বন্ধুত্ব হয়। সে সুবাদে গত ২৭ জুন তরুণী বাঘের বাজার বাসস্ট্যান্ডে সাগরের সঙ্গে দেখা করতে যান। সাগর তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে বেড়ানোর কথা বলে নিয়ে যান। পরে কিছু বুঝে ওঠার আগে সাফারি পার্কের পাশে ইন্দ্রপুর এলাকায় এক নারীর বাসায় নিয়ে সাগরসহ তিনজন তাকে ধর্ষণ করেন।
পরে ২৭ জুন দিবাগত মধ্য রাতে ভিক্টিম বাদি হয়ে শ্রীপুর থানায় মামলা দায়েরের পর প্রধান আসামি পরিবহন শ্রমিক সাগর শেখকে গ্রেফতার করে পুলিশ। মামলার অন্য আসামিদের সঙ্গে নাজমুলও পলাতক ছিল।
Leave a reply