কোপার কোয়ার্টার ফাইনালে মুখোমুখি উরুগুয়ে-কলম্বিয়া ও আর্জেন্টিনা-ইকুয়েডর

|

কোপায় আজ তৃতীয় কোয়ার্টার ফাইনালে ভোর ৪ টায় উরুগুয়ের মুখোমুখি হবে কলম্বিয়া। আর আগামীকাল সকাল ৭টায় চতুর্থ কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ইকুয়েডর।

এ গ্রুপের দ্বিতীয় অবস্থানে থেকে শেষ আটে উঠেছে কোপার ইতিহাসে সর্বোচ্চ ১৫ বারের চ্যাম্পিয়ন উরুগুয়ে। আর বি গ্রুপ থেকে ৪ ম্যাচে ১ জয়, ১ ড্র ও ২ পরাজয় নিয়ে তৃতীয় হয়ে কোয়ার্টার ফাইনালে এসেছে কলম্বিয়া।

এ গ্রুপের শীর্ষস্থান নিয়ে শেষ আটে উঠে আর্জেন্টিনা। অন্যদিকে প্রতিপক্ষ ইকুয়েডরের অবস্থান ছিল বি গ্রুপের চতুর্থ অবস্থানে। তবে শক্তিশালী ব্রাজিলের বিপক্ষে ১-১ গোলে ড্র করে নিজেদের সামর্থ্যের জানান দেয় তারা।

অন্যদিকে চিলির সাথে ড্র করলেও দ্রুতই ঘুরে দাঁড়ায় লিওনেল স্কালোনির শিষ্যরা। হারায় উরুগুয়ে ও প্যারাগুয়েকে। তবে শেষ ম্যাচে জাদু দেখান মেসি। তার জোড়া গোলে বলিভিয়াকে ৪-১ গোলে উড়িয়ে দেয় আলবিসেলেস্তেরা। যেটা বড় আত্মবিশ্বাস যোগায় দলটিকে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply