জাপানে প্রবল বৃষ্টিপাতে ভূমিধস

|

জাপানের রাজধানী টোকিওর দক্ষিণপশ্চিমাঞ্চলীয় আতামি শহরটিতে বেশ কয়েকদিন ধরে প্রবল বৃষ্টিপাত হচ্ছে। বৃষ্টিপাতের ফলে শহরটিতে ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে । স্থানীয় সময় শনিবারের (৩জুলাই) এই ধসে নিখোঁজ রয়েছে কমপক্ষে ২০ জন।

বিভিন্ন সামাজিক মাধ্যমে ভূমিধসের কয়েকটি ভিডিও প্রকাশিত হয়েছে। এতে মাটির নিচে বেশ কিছু বাড়িঘর ও গাড়ি চাপা পড়তে দেখা যায়।

নিখোঁজদের উদ্ধারের তাৎক্ষণিক অভিযান শুরু করে প্রশাসন। উদ্ধার অভিযানে ফায়ারসার্ভিসের কর্মী ছাড়াও যোগ দিয়েছে সেনাবাহিনী।

দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ বলছে, প্রবল বৃষ্টিপাতের কারণেই ভূমিধস। আশপাশের এলাকা ঝুঁকিপূর্ণ হওয়ায় বাসিন্দাদের নিরাপদে সরে যেতে বলা হয়েছে।

উল্লেখ্য, ২০১৮ সালে জাপানে বন্যা ও ভূমিধসে ২ শতাধিক মানুষের মৃত্যু হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply