‘স্পাইডারম্যান: হোমকামিং’ ও ‘স্পাইডার ম্যান: ফার ফ্রম হোম’-এ স্পাইডারম্যান আর মিশেল জোনস-এর প্রেমের রসায়নে মুগ্ধ হয়েছিলেন দর্শক। এরপর থেকে অনেকবার শোনা গিয়েছে টম হল্যান্ড ও জেনদায়ার প্রেমের গুঞ্জন।
অবশেষে গুঞ্জন সত্যি হলো। পাপারাজ্জিদের ক্যামেরায় তোলা টম হল্যান্ড ও জেনদায়ার একটি অন্তরঙ্গ ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। একটি গাড়িতে বিশেষ মুহূর্তে ক্যামেরাবন্দি হয়েছেন এই যুগল। আর এই ছবি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। ভক্তদের শুভকামনা ও ভালবাসায় ভাসছেন এই ‘মেড ফর ইচ আদার’ জুটি।
এনএনআর/
Leave a reply