চতুর্থ দিনের মতো চলছে লকডাউন

|

চতুর্থ দিনের মতো চলছে লকডাউন

সারাদেশে এক সপ্তাহের সর্বাত্মক লকডাউনের ৪র্থ দিন আজ। সকাল থেকে চেকপোষ্টে পুলিশের কোন তৎপরতা দেখা যায়নি।

অন্যদিকে সকাল থেকে বৃষ্টি হওয়ায় নগরীতে যানবাহন ও মানুষের চলাচল অনেক কম। জরুরি কাজে নিয়োজিত ও শিল্প-কারখানার শ্রমিকরা অফিসের জন্য বের হয়ে পড়েন পরিবহন সংকটে। গণপরিবহন না থাকায় রিকশায় যেতে বেশি ভাড়া দিতে হয় যাত্রীদের।

এদিকে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, লকডাউনের মধ্যে আজ রোববার ব্যাংক বন্ধ থাকবে। নতুন নির্দেশনায়, কঠোর এই লকডাউন চলাকালে ব্যাংক সপ্তাহে চার দিন, প্রতিদিন সাড়ে ৩ ঘণ্টা চলছে লেনদেন। এই সময়ে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটির পাশাপাশি রোববারও ব্যাংক বন্ধ থাকছে।

এর আগে ১ জুলাই থেকে সাতদিনের কঠোর লকডাউন ঘোষণা করা হয়। এসময় জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না বের হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। জরুরি প্রয়োজনে বাইরে বের হতে হলে মাস্ক পরে এবং শারীরিক দূরত্ব বজায় রেখে চলাফেরার কথাও বলা হয়েছে নির্দেশনায়। তাছাড়া চলমান লকডাউনে জরুরি পরিষেবা ছাড়া বন্ধ আছে সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত সব অফিস। কঠোর লকডাউন চলবে ৭ জুলাই পর্যন্ত।

এনএনআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply