রাজধানীতে জরিমানা ১২ লাখ ৮১ হাজার টাকা, গ্রেফতার ৬১৮

|

ফাইল ছবি

করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণ প্রতিরোধে দেশে জারিকৃত কঠোর বিধিনিষেধে রাজধানী জুড়ে সতর্ক অবস্থানে ছিল আইনশৃঙ্খলা বাহিনী। ডিএমপি কর্তৃক ৪৯৬টি গাড়িকে ১২ লাখ ৮১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গ্রেফতার হয়েছেন ৬১৮ জন।

রোববার দিনব্যাপী রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

ডিএমপি জানায়, আজ করোনার বিধিনিষেধ না মানায় ৬১৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া মোবাইল কোর্টের মাধ্যমে ১৬১ জনকে ৫৪ হাজার ৪৫০ টাকা জরিমানা করা হয়েছে।

লকডাউন কার্যকরে মাঠে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। মোড়ে মোড়ে বসানো হয়েছে চেক পোস্ট। বাইরে বের হলে পুলিশি জেরার মুখে পড়তে হচ্ছে সবাইকে। যৌক্তিক কারণে দেখিয়ে গন্তব্যে যাচ্ছেন তারা। আর যারা অপ্রয়োজনে বের হয়েছেন তাদের আটক ও জরিমানা করা হচ্ছে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply