বাংলাদেশ সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল (কিউএমজি) এবং গোয়েন্দা মহা-পরিদপ্তরের (ডিজিএফআই) মহাপরিচালক পদে নতুন মুখ এসেছে। লেফটেন্যান্ট জেনারেল হিসেবে পদোন্নতিসহ কিউএমজির দায়িত্ব পেয়েছেন ডিজিএফআইয়ের বর্তমান মহাপরিচালক মেজর জেনারেল মো. সাইফুল আলম। অন্যদিকে, তার স্থানে ডিজিএফআইয়ের নতুন মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন মেজর জেনারেল আহমেদ তাবরেজ শামস চৌধুরী।
আজ রোববার (৪ জুলাই) প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক আদেশে এই তথ্য জানানো হয়। সেখানে বলা হয়েছে, সাইফুল আলম কোয়ার্টার মাস্টার জেনারেলের দায়িত্ব গ্রহণের সময় থেকে তার পদোন্নতি কার্যকর হবে।
মেজর জেনারেল মো. সাইফুল আলম গত বছরের ফেব্রুয়ারি থেকে গোয়েন্দা মহা-পরিদপ্তরের (ডিজিএফআই) মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। এর আগে সেনাসদরের কিউএমজির দায়িত্ব পালন করে আসছিলেন দেশের নতুন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। তিনি নতুন দায়িত্বে আসার পর সেই পদেই দায়িত্ব পেতে যাচ্ছেন মেজর জেনারেল মো. সাইফুল আলম।
অন্যদিকে, মেজর জেনারেল আহমেদ তাবরেজ শামস চৌধুরী সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশনের নেতৃত্ব দিয়ে আসছিলেন।
Leave a reply