দুই মণের ‘সম্রাট’র দাম চাওয়া হচ্ছে ৮০ হাজার টাকা

|

পাবনা প্রতিনিধি:

পাবনার আটঘরিয়া উপজেলায় কালো সম্রাট নামক ২ মণ ওজনের একটি ছাগলের দাম চাওয়া হচ্ছে ৮০ হাজার টাকা। একদন্ত ইউনিয়নের বারইপাড়া গ্রামের কৃষক নজরুল ইসলাম ‘সম্রাট’ নামের এই বিশালকায় ছাগলটিকে কোরবানির ঈদের জন্য প্রস্তত করেছেন। ছাগলটি কেনার জন্য ক্রেতারা প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে এসে ভিড় করছেন।

নজরুল ইসলাম জানান, এক বছর আগে সম্রাটকে ৮ হাজার টাকায় কিনে তার মেয়ে মিনারা খাতুনকে উপহার দিয়েছিলেন। মিনারা নিজেই ছাগলটিকে খুব যত্ন করে লালন পালন করতে থাকে। এমনকি তারা নিজেরা যে বিছানায় ঘুমায়, ছাগলটিও সেই বিছানায় ঘুমায়। কৃষক নজরুল ইসলাম জানান, সম্রাটকে প্রতিদিন খুদের ভাত, গমের ভূসি, খেসারির ভূসি, খৈল, ডাল, শুকনো খাবার, কলা ইত্যাদি খাওয়ানো হয়।

নজরুল বলেন, ছাগলটি বিক্রি করে ভালো দাম পেলে, আমার মেয়ের জন্য একটি সোনার চেইন কিনবো, এবং তাকে আরও দুটি ছাগল কিনে দেব।

প্রায় দুই মণ ওজনের ছাগলটির দাম ৮০ হাজার টাকা চাওয়া হলেও বাজারের অবস্থা বুঝে আলোচনা সাপেক্ষে দাম কমবেশি হতে পারে বলেও জানান নজরুল।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply