মিয়ানমারে জান্তাবিরোধী লড়াইয়ে নিহত ২৫

|

ছবি: সংগৃহীত

মিয়ানমারের দেপাইন শহরে অভিযান চালিয়ে কমপক্ষে ২৫ জনকে হত্যা করেছে দেশটির সশস্ত্রবাহিনী। রোববার এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, মিয়ানমারের রাজধানী নেইপিদো থেকে ৩শ’ কিলোমিটার উত্তরে সাগাইন এলাকায় গেলো শুক্রবার অভিযান চালানো হয়। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি দেশটির সেনাবাহিনী।

স্থানীয় সশস্ত্র গোষ্ঠী পিপলস ডিফেন্স ফোর্স জানায়, তাদের ১৮ জন সদস্যকে হত্যা করা হয়েছে, আহত হয়েছে আরও ১১ জন।

স্থানীয় গ্রামবাসীরা বলছে, সেনাবাহিনী যাকে দেখেছে তাকেই গুলি করে হত্যা করেছে। মিয়ানমারের সীমান্ত এলাকায় সক্রিয় আছে কমপক্ষে দুই ডজন সশস্ত্র গ্রুপ। অভিযোগ রয়েছে তাদের দমনের নামেই গ্রামবাসীর ওপর হত্যাযজ্ঞ চালিয়ে আসছে মিয়ানমার সেনাবাহিনী।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply