সাবেক ফরাসি স্ট্রাইকার নিকোলাস আনেলকা বলেছেন, মেসি-রোনালদোর পর্যায়ে যাওয়ার স্বপ্ন দেখলে এমবাপ্পের উচিত অতি দ্রুত পিএসজি ছেড়ে অন্য ক্লাবে যাওয়া। অন্য ক্লাবের ক্ষেত্রে ইংলিশ প্রিমিয়ার লিগ বা লা লিগায় কোনো ক্লাবের কথাই বলেছেন চেলসির এই সাবেক খেলোয়াড়।
এমবাপ্পেকে উদ্দেশ্য করে আনেলকা আরও বলেন, অনেকেই ফ্রান্সের অসময়ের বিদায়ে তোমাকে দায়ী করছে। তবে আমার কাছে মনে হয়েছে ফ্রান্সের রক্ষণভাগ ছিল ভঙ্গুর। ফুটবলের নিষ্ঠুর বাস্তবতা এটাই যে, একটা পেনাল্টি মিসের কারণে তিন বছর আগে তোমার বীরত্বকে সবাই ভুলে যাচ্ছে।
আনেলকা তারপর বলেন, পিএসজিতে এমবাপ্পে যা করছে সেটা হয়তো ঠিক আছে। কিন্তু তারপরও মানুষ বলবে, এমবাপ্পের কীর্তি তো সবই ফ্রান্সে, যেখানে সর্বোচ্চ পর্যায়ের ফুটবল হয় ইংল্যান্ড ও স্পেনের লিগে। সেখানে না খেললে ব্যালন ডি’ওরে মেসি ও রোনালদোর পর্যায়ে যাওয়া কোনোদিনও সম্ভব হবে না ওর জন্য।
Leave a reply