নেইমার-পাকুয়েতা জাদুতে ১-০ তে এগিয়ে ব্রাজিল

|

ছবি- সংগৃহীত

নেইমার-পাকুয়েতা জাদুতে পেরুর বিপক্ষে ১-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করেছে ব্রাজিল। টানা দ্বিতীয় ফাইনালে ওঠার লড়াইয়ে মঙ্গলবার (৬ জুলাই) বাংলাদেশ সময় ভোর ৫টায় রিও ডি জেনেইরোর অলিম্পিক স্টেডিয়ামে মুখোমুখি হয় দুই দল। খেলার শুরু থেকেই দারুণ আক্রমণে পেরুর রক্ষণকে ব্যতিব্যস্ত করে রাখে সেলেসাওরা। অবশেষে ৩৫ মিনিটের মাথায় আসে সাফল্য।

ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারের সহায়তায় পাকুয়েতা পেরুর জালে বল জড়ান। পেরুর দুই ডিফেন্ডারকে বোকা বানিয়ে বাম দিক থেকে ডি বক্সে ক্রস করেন নেইমার। সেই ক্রস থেকে দারুণ গোলে ব্রাজিলকে এগিয়ে দেন পাকুয়েতা।

ম্যাচের প্রথম ৪৫ মিনিট ৫৪ শতাংশ বল ছিল ব্রাজিলের দখলে। পেরুরে বেশিরভাগ সময় ব্রাজিলের আক্রমণ সামলাতেই ব্যস্ত থাকতে হয়েছে। ব্রাজিলের গোলমুখে নেওয়া ১১ শটের বিপরীতে পেরু নিতে পেরেছে মাত্র ১ টি শট।

ম্যাচের ৭৩ মিনিট পার হওয়া পর্যন্ত একই ব্যবধানে এগিয়ে রয়েছে সেলেসাওরা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply