ভারত, নেপাল, যুক্তরাজ্য, রাশিয়া ও পর্তুগালের নাগরিকদের ওপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিলো জার্মানি। বুধবার থেকে শিথিল হচ্ছে করোনা বিধিনিষেধ।
জার্মান সরকারের এক বিবৃতিতে বলা হয়, দেশগুলোর দুই ডোজ করোনা টিকাগ্রহীতারা কোয়ারেন্টাইন ছাড়াই ভ্রমণ করতে পারবেন জার্মানি। ভ্যাকসিন গ্রহণ না করা নাগরিকদের থাকতে হবে ১০ দিনের কোয়ারেন্টাইনে। নমুনা পরীক্ষায় ফলাফল নেগেটিভ এলে, সেই বিধিনিষেধও কমে আসবে ৫ দিনে।
এদিকে ডেল্টা এবং ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট শনাক্ত হওয়া দেশগুলোর ব্যাপারে কেনো জার্মানি এ সিদ্ধান্ত নিলো তা বিষয়টি নিয়ে শুরু হয়েছে বিতর্ক। বিধিনিষেধের কালো তালিকা থেকে বাদ পড়েছেন জার্মানরাও। দেশে প্রবেশের ব্যাপারে থাকছে না তাদের ১৪ দিনের কোয়ারেনটাইন মানার বাধ্যবাধকতা।
জার্মান গণমাধ্যমগুলো বলছে, মূলত স্বাভাবিক জীবনে ফেরার তাগিদ থেকেই এ সিদ্ধান্ত নিয়েছে জার্মান সরকার।
Leave a reply