রাজশাহী, খুলনা, কুষ্টিয়াসহ কয়েক জেলায় ২৪ ঘণ্টায় ৮৬ জনের মৃত্যু

|

খুলনা বিভাগে করোনায় মৃত্যু ২ হাজার ছাড়ালো। ছবি- সংগৃহীত।

দেশে প্রাণঘাতী করোনাভাইরাসে হু হু করে বাড়ছে মৃত্যুর মিছিল। শেষ খবর পাওয়া পর্যন্ত গেলো ২৪ ঘণ্টায় রাজশাহী, খুলনা, কুষ্টিয়া, টাঙ্গাইলসহ কয়েকটি জেলায় মারা গেছেন ৮৬ জন।

এর মধ্যে শুধু রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালেই করোনা ও উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ১৯ জনের। মৃতদের মধ্যে ১০ জনের বাড়িই রাজশাহীতে। হাসপাতালটিতে সবশেষ ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তি হয়েছেন ৭৬ জন।

এদিকে খুলনার করোনা বিশেষায়িত হাসপাতালগুলোতে মারা গেছেন ১৭ জন। কুষ্টিয়ায় প্রাণ গেছে ১৩ জনের। এরমধ্যে ১১ জন করোনা পজেটিভ ছিলেন।

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ৯ জন। বরিশাল শের-ই বাংলা মেডিকেলে মৃত্যু হয়েছে ৯ জনের। ময়মনসিংহ মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ৭ জন। টাঙ্গাইলেও ৭ জনের মৃত্যু হয়েছে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় ঠাকুরগাঁওয়ে করোনায় প্রাণ গেছে ৫ জনের।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply