ইউরো ২০২০ এর প্রথম সেমিফাইনালে আজ মুখোমুখি হবে দুই সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি ও স্পেন। টানা ৩২ ম্যাচে অপরাজিত ইতালিকে ফেভারিট মানছেন স্পেন কোচ লুইস এনরিকে। লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে খেলাটি শুরু হবে রাত ১টায়। তবে মাঠ ভর্তি থাকবে ইংলিশ দর্শকে, আর এ নিয়ে ক্ষোভ জানিয়েছেন ইতালিয়ান কোচ রবার্তো মানচিনি।
২০১২ সালের ইউরো ফাইনালে, ইতালিকে ৪-০ গোলে বিধ্বস্ত করেছিল স্পেন। ইউক্রেনের কিয়েভের সেই ফাইনাল আজও দুঃসহ স্মৃতি আজ্জুরিদের জন্য।
লন্ডনের ওয়েম্বলিতে সেরকমই আরেকটি ইতিহাস হবে সেটির প্রত্যাশা নেই স্পেন কোচ লুইস এনরিকেরও! কারণ, এই ইতালি দুর্বার-দারুণ ফর্মে। তারপরও কোনোরকমে যদি ফাইনালে যাওয়া যায়, সেই স্বপ্ন নিয়ে লন্ডন পৌঁছেছে স্পেন দল।
টানা ১১ ম্যাচে একটিও গোল হজম করেনি ইতালি। কোয়ার্টার ফাইনালে আজ্জুরিরা হারিয়েছে আসরের হট ফেভারিট বেলজিয়ামকে। ইউরোর বাছাইপর্বসহ টানা ১৫ ম্যাচ অপরাজিত ইতালি। আর ২০১৮ সালের সেপ্টেম্বরের পর থেকে গত ৩২ ম্যাচে অপরাজিত তারা। আক্রমণভাগে ইনসিনিয়ে-ইম্মোবিল-চিয়েসা-ভেরাত্তিরা এতোটাই দুর্দান্ত যে প্রতিপক্ষ ডিফেন্স, এমনকি মিডফিল্ডকেও তটস্থ থাকতে হচ্ছে ম্যাচজুড়ে। বনুচ্চি-কিয়েলিনি-এমারসন-লরেঞ্জোদের ডিফেন্স বিশ্বসেরা। মাঝমাঠে খেলা নিয়ন্ত্রণ করেন বারেল্লা জর্জিনহো।
যে কারণে দল নিয়ে মাথা ব্যথা নেই কোচ রবার্তো মানচিনির। বরং ওয়েম্বলিতে কেনো ইংলিশ দর্শকে ঠাসা থাকবে সেটি নিয়েই প্রশ্ন তাঁর।
আজ্জুরি কোচ রবার্তো মানচিনি বলেন, এটা ঠিক হচ্ছে না। কেনো পুরো স্টেডিয়াম ইংলিশ দর্শকে ভরা থাকবে? খেলবে ইতালি-স্পেন, অথচ দর্শক থাকবে ইংল্যান্ডের এ কেমন করে হয়? এতদূর থেকে এসেও কেনো ইতালি-স্পেনের দর্শকরা মাঠে বসে খেলা দেখতে পারবে না। এটা খুবই খারাপ একটা দৃষ্টান্ত।
কোয়ার্টার ফাইনালে ট্রাইব্রেকারে পার পাওয়া স্পেন তাকিয়ে থাকবে অ্যাজপিলিকুয়েটা-লাপোর্তে পাও তোরেস-আলবার ডিফেন্সের দিকে। কোচ এনরিকের অস্বস্তির কারণ তাঁর আক্রমণভাগ। কারণ সেখানে ফারান তোরেস-মোরাতা-ওলমোরা বনে গেছেন মিস মাস্টার।
স্পেন কোচ লুইস এনরিকে বলেন, আমরা একটি ম্যাচই শুধু দারুণ খেলেছি। সেটি গ্রুপপর্বের ৩য় ম্যাচ, স্লোভাকিয়ার বিপক্ষে। শুরু থেকে নিয়ন্ত্রণ নিতে না পারলে, ইতালির মত দলকে আপনি চ্যালেঞ্জই জানাতে পারবেন না! ওরা দুর্দান্ত ফর্মে, কিন্তু আমরাও ছেড়ে কথা বলবো না!
এনরিকে জানেন, তাঁর দল সেমিফাইনালে ফেভারিট নয়। হোসে মরিনহোর মত কোচও বাজি রেখেছেন ইতালির পক্ষে। শুধু মরিনহো কেন? ২০১৮ বিশ্বকাপের সফল ভবিষ্যৎ বক্তা কুকুর সাইহিক সসেজ এবারও তাঁর বাজি রেখেছে ইতালির পক্ষে। স্প্যানিশ সেরানোর বদলে ইতালিয়ান ল্যাসাগনে মুখে রচেছে তার।
Leave a reply