নানা আয়োজনে পালিত হচ্ছে কিংবদন্তি অ্যান্ড্রু কিশোরের ১ম মৃত্যুবার্ষিকী

|

কিংবদন্তি গায়ক অ্যান্ড্রু কিশোর।

নানা আয়োজন ও ধর্মীয় আচার অনুষ্ঠানে রাজশাহীতে পালিত হচ্ছে কিংবদন্তি কণ্ঠশিল্পী অ্যান্ড্রু কিশোরের প্রথম মৃত্যুবার্ষিকী।

সকালে নগরীর অলকার মোড়ে ও শিরোইল এলাকায় অ্যান্ড্রু কিশোর প্রতিষ্ঠিত ওস্তাদ আব্দুল আজিজ বাচ্চু স্মৃতি সংসদ এর পক্ষ থেকে স্বাস্থ্যবিধি মেনে অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী ও মাস্ক বিতরণ করা হয়। এতে শিল্পীর পরিবারের সদস্যরা অংশ নেন। বিকেল ৪টায় নগরীর সিটি গির্জায় পরিবারের পক্ষ থেকে করা হবে প্রার্থনা। খুবই স্বল্প পরিসরের এ আয়োজনে অ্যান্ড্রু কিশোরের পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠজনেরা অংশ নেবেন।

এছাড়া রাতে ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত হবে স্মরণসভা। বাংলা সিনেমার প্লেব্যাক সম্রাট গত বছরের ৬ জুলাই সন্ধ্যায় ক্যান্সার আক্রান্ত হয়ে রাজশাহীতে মৃত্যুবরণ করেন। ১৫ জুলাই রাজশাহী সার্কিট হাউস সংলগ্ন সিমেট্রিতে তাকে সমাহিত করা হয়।

১৫ হাজারেরও বেশি গান কন্ঠে ধারণ করা এ কিংবদন্তি শিল্পী ইহলোকে না থাকলেও শ্রোতাদের মণিকোঠায় জীবন্ত হয়ে থাকবেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply