সাভারের আশুলিয়ায় শিকড় এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের খামারে ভুটানের বক্সার ভুট্টি জাতের ছোট এক গরুর সন্ধান মিলেছে। যার সবশেষ উচ্চতা উচ্চতা ২০ ইঞ্চি, প্রস্থ ২৬ ইঞ্চি ও ওজন মাত্র ২৬ কেজি। খামারের ম্যানেজার তানবির হাসানের দাবি, এটিই পৃথিবীর সবচেয়ে ছোট গরু, এর আর বৃদ্ধি হবে না।
এর আগে ২৪ ইঞ্চি উচ্চতা এবং ৪০ কেজি ওজন নিয়ে গিনেজ বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম লেখায় ভারতে কেরেলা রাজ্যে গরু মানিক্যাম। তানবির হাসানের দাবি তার কাছে থাকা রানী নামের এই গরু মানিক্যামের চেয়েও ছোট। তার আশা ভারতের এই গরুকে হার মানিয়ে তার গরু রানী নাম লেখাবে গিনেজ বুকে।
শিকড় এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ম্যানেজার তানবির হাসান বলেন, গিনেজ বুকের লোকজনের সাথে আমরা যোগাযোগ করেছি। তাদের নিয়ম অনুযায়ী তারা ৯০ দিনের মাঝে আমাদের সাথে যোগাযোগ করবে। আমরা আশাবাদী বিশ্বের সবচেয়ে ছোট গরু হিসেবে আমাদের রানী স্বীকৃতি পাবে।
এ গরুর খাদ্যাভ্যাস অন্যান্য গরুর চেয়ে একটু আলাদা বলে জানান খামারীরা। ছোট এ গরুটিকে দেখতে ভিড় জমাচ্ছেন দূর-দূরান্ত থেকে আসা দর্শনার্থীরা।
Leave a reply