ডেল্টার পর এবার নতুন আতঙ্ক ল্যাম্বডা স্ট্রেইন

|

নতুন আতঙ্ক ল্যাম্বডা স্ট্রেইন।

এবার নতুন আতংক হয়ে দেখা দিয়েছে করোনা ভাইরাসের ল্যাম্বডা স্ট্রেইন। গত ৪ সপ্তাহে ৩০ টিরও বেশি দেশে ছড়িয়ে পড়েছে নতুন এই ভ্যারিয়েন্ট। মালয়েশিয়ার স্বাস্থ্য বিভাগ বলছে, করোনা ভাইরাসের নতুন এই স্ট্রেইন ভারতীয় ডেল্টা স্ট্রেইনের চেয়েও বহুগুণে শক্তিশালী।

করোনার নতুন স্ট্রেইন ল্যাম্বডা সর্বপ্রথম ধরা পড়ে দক্ষিণ অ্যামেরিকার পেরুতে। গত ১৪ জুন বিশ্ব স্বাস্থ্য সংস্থা নতুন এই স্ট্রেইনের নাম দেয় সি.৩৭এ বা ভ্যারিয়েন্ট অফ ইন্টারেস্ট। ইতোমধ্যে চিলিতে করোনা আক্রান্তদের মাঝে ৩০ শতাংশ রোগীই নতুন এই স্ট্রেইনে আক্রান্ত বলে জানা যায়। এছাড়া ব্রিটেনে ল্যাম্বডা স্ট্রেইনে আক্রান্ত হয়েছে ৬ জন করোনা রোগী। অস্ট্রেলিয়া, আর্জেন্টিনা, ইকুয়েডরেও দ্রুত ছড়াচ্ছে নতুন এই ভ্যারিয়েন্ট।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ভাইরোলজিস্ট হেইরো মেন্ডেজ রিকো বলছেন, নতুন এই স্ট্রেইন খুবই দ্রুত ও অধিক সংক্রামক হতে পারে, তবে আমরা গবেষণায় এখন পর্যন্ত এমন কোনো প্রমাণ পাইনি এটি গামা বা ডেল্টা স্ট্রেইনের মত শক্তিশালী কিনা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply