ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় হাঁস ও ডিম নিয়ে বাগবিতণ্ডার জের ধরে এক পক্ষের হামলায় ৬ জন আহত হয়েছেন। মঙ্গলবার (৬জুলাই) সন্ধ্যায় উপজেলার মজলিশপুর ইউনিয়নের মৈন্দ গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন জাকির (৩৫), ছোট নাসির (২৮), বড় নাসির (৩২), মাসুদ (২৫), মারফত আলী (৭৫) ও কানু মিয়া (৫৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে সদর উপজেলার মৈন্দ গ্রামের ঈদগাহ মাঠসংলগ্ন জাকির মিয়ার হাঁসের খামার থেকে স্থানীয় আব্দুল মওলা হাঁস ও ডিম চুরি করে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ নিয়ে জাকিরের সঙ্গে মওলার বাগবিতণ্ডা হয়। পরে সন্ধ্যায় মওলা আরও কয়েকজন নিয়ে জাকির মিয়ার ওপর হামলা করে। এসময় জাকিরকে বাঁচাতে গিয়ে ছোট নাসির ও বড় নাসির সহ আরও ৬ জন আহত হয়।
এই ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম জানান, হাঁস নিয়ে মারামারি করে কয়েকজন আহত হয়েছেন বলে শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
Leave a reply