আর্জেন্টিনার ভক্তদের সাথে তর্কে জড়াবো না: ব্রাজিল সমর্থকের হলফনামা

|

প্রতিনিয়ত আর্জেন্টিনা ও ব্রাজিল ফুটবল সমর্থকদের মাঝে নানা বিরোধের খবর শুনতে পাওয়া যায়। এবার খবর পাওয়া গেছে আর্জেন্টিনার সমর্থকদের সাথে তর্কে জড়াবে না বলে হলফনামায় স্বাক্ষর করেছেন এক ব্রাজিল সমর্থক।

অঙ্গীকারনামা লেখা ওই ব্রাজিল সমর্থক নওগাঁর নিয়ামতপুর উপজেলার বাসিন্দা আব্দুল্লাহ আল বাকী।

২০ টাকার রাজস্ব স্ট্যাম্পে লেখা হলফনামায় ব্রাজিল সমর্থক আব্দুল্লাহ বেঁচে থাকা অবদি আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থকদের সঙ্গে তর্কে জড়াবেন না লিখে দিয়েছেন। সাথে স্ট্যাম্পের সাথে এক কপি ছবি সংযুক্ত করেছেন এবং নিচে স্বাক্ষরও করেছেন আব্দুল্লাহ। অন্য একজন ব্রাজিল সমর্থককে সাক্ষী করে হলফনামাটি লিখে দেন তিনি। পরবর্তীতে সেটি তার ফেসবুকের টাইমলাইনে প্রকাশ করেন।

হলফনামায় তিনি যা লিখেছেন নিচে তা হুবহু দেয়া হলো-

‘আমি আব্দুল্লাহ আল বাকী, নিয়ামতপুর, নওগাঁ। আমি ২০ টাকার মূল্যের স্ট্যাম্পে লিখিতভাবে এই মর্মে অঙ্গীকার করছি যে, এই দুনিয়ায় যতদিন বেঁচে থাকবো ততদিন আর্জেন্টিনা দলের কোন সমর্থক এর সাথে তর্কে জড়াবো না।’

‘কারণ, ওরা কোন যুক্তিই বুঝে না। এদের আসল উদ্দেশ্য তর্কে জয়লাভ করা। খেলায় না। বিভিন্ন দলের শিরোপা সংখ্যা কথায় আসা মাত্রই এরা পাগলা ষাঁড়ের মত তেড়ে আসে।’

‘কতটা নির্বোধ হলে তারা আজও ‘সেভেন আপ’ সেভেন আপ বলে চিল্লা পাল্লা করে। যা দেখে জার্মানির সমর্থকেরাও অনেকটা হতাশ। কারণ জার্মানির অর্জনটাও তারা নিজেদের অর্জন বলে দাবি করে। তারচেয়ে বরং অন্যান্য দলের সমর্থকদের সাথে তর্কে জড়ান। ইতালি বা জার্মানি আছে, তাদের সাথে জড়ান। শেয়ানে শেয়ানে লড়াই জমবে। কেন পাঁচ তারকা থেকে ঠেলে দুই তারকার লেভেলে আনবেন?’

অঙ্গীকারনামার নিচে ডান পাশে স্বাক্ষর করেন ব্রাজিল সমর্থক আব্দুল্লাহ আল বাকী। বাম পাশে স্বাক্ষর করেন ব্রাজিল সমর্থক সাক্ষী আসিফুজ্জামান।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply