রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ২০ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টার মধ্যে তারা মারা যান।
মৃতদের মধ্যে রাজশাহীর ৭ জন, পাবনায় ৪, নওগাঁয় ৩, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোরে ২ জন করে এবং কুষ্টিয়া ও মেহেরপুরের ১ জন করে মারা গেছে। তারা সবাই আইসোলেশন ও করোনা ইউনিটে চিকিৎসাধীন ছিলেন।
এ নিয়ে এ মাসের প্রথম সাত দিনেই এ সেবাকেন্দ্রে প্রাণ গেল ১২১ জন। এর আগে জুন মাসে করোনা ইউনিটে মারা গেছেন ৩৫৪ জন।
এনএনআর/
Leave a reply