ইউরোর ২য় সেমিফাইনালে আজ রাতে মুখোমুখি হতে যাচ্ছে ইংল্যান্ড ও ডেনমার্ক।
১৯৬৬ সালের পর কোনো বড় আসরের শিরোপা জয়ের হাতছানি ইংলিশদের সামনে। বিপরীতে ইংলিশদের সেই স্বপ্ন ভাঙতে চায় ড্যানিশরা। বাংলাদেশ সময় আজ রাত একটায় ওয়েম্বলিতে শুরু হবে ম্যাচটি।
২৫ বছর পর ইউরোর শেষ চারে ইংলিশরা। গোটা আসর জুড়ে দাপট দেখিয়েছে গ্যারেথ সাউথগেটের দল। র্যাঙ্কিংয়ে চারে থাকা ইংল্যান্ড আজ নিজেদের মাঠের সমর্থন পাবে ভরপুর। কারণ, ওয়েম্বলিতে ৬০ হাজার দর্শকের ৫৫ হাজারই নিজেদের। বাকি ৫ হাজার ডেনমার্কের।
জার্মানিকে উড়িয়ে দেয়ায় অনেকেই এই ম্যাচে ফেভারিট ধরছে ইংলিশদের। তবে অধিনায়ক হ্যারি কেইন হাল্কাভাবে নিতে চান না প্রতিপক্ষকে।
ইংল্যান্ড জাতীয় ফুটবল দলের অধিনায়ক হ্যারি কেইন বলেন, তাদের (ডেনমার্ক) দলটা অনেক ভালো। ব্যক্তিগতভাবে অনেকেই ভালো করছেন। ড্যানিশদের সবচেয়ে বড় শক্তি দল হিসেবে তাদের জ্বলে ওঠা। মানসিকভাবেই তারা অনেক এগিয়ে থাকবে ম্যাচে। ম্যাচে জিততে হলে আগে গোল করতে হবে।
এরিকসন দুর্ঘটনার পর ঘুরে দাঁড়ানো ড্যানিশদের ফিফা র্যাঙ্কিং দশ। ইংল্যান্ডের সাথে মুখোমুখি ২৩ দেখায় মাত্র ৪ ম্যাচে জয় ডেনমার্কের, হেরেছে ১৪টিতে। কিন্তু, তারপরও ফাইনালের স্বপ্ন দেখে ডেনমার্ক।
ডেনমার্ক জাতীয় ফুটবল দলের গোলরক্ষক ক্যাসপার স্মাইকেল বলেন, আমরা দলগত পারফর্ম্যান্স করেই এখানে এসেছি। এখন তাদের মাঠেই তাদের রুখে দিতে প্রস্তুত। নিজেদের সেরা অর্জনের পথে এখন মাঠেই আমাদের পারফর্ম করতে হবে।
তবে, প্রতিপক্ষের মাঠের চাপ সামলে উত্তেজনাপূর্ণ এই ম্যাচে ইংলিশদের রুখতে কেমন পরিকল্পনা করবে ড্যানিশরা এখন তাই দেখার অপেক্ষায় ইউরোর দর্শকরা।
Leave a reply