বাসায় গিয়ে করোনার স্যাম্পল না নেয়ায় ডাক্তারকে পেটালেন যুবলীগ নেতা

|

মুক্তাগাছা যুবলীগ সভাপতি মাহবুবুল আলম মনি।

মায়ের করোনা স্যাম্পল বাসায় গিয়ে না নিয়ে আসায় ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. এ এইচ এম সালেকিন মামুনকে বেধড়ক পিটিয়েছে মুক্তাগাছা যুবলীগ সভাপতি মাহবুবুল আলম মনি। এ ঘটনায় দায়ের করা মামলায় মনিকে গ্রেফতার করেছে পুলিশ।

ডা. এ এইচ এম সালেকিন মামুন বলেন, মনিসহ সাত-আট জন আমার রুমে ঢোকে। সে ফোনেই পরিচয় দিয়েছিল যে সে যুবলীগের সভাপতি। মনি বলে আমার মায়ের করোনার স্যাম্পল তোরে না বাসায় থেকে নিয়ে আসতে বলেছি, সেটার কী করবি? তারপর মনির সাথে যারা ছিল তাদের একজন হঠাৎ আমার গালে ঘুসি মারে। তারপর কয়েকজন মিলে আমাকে এলোপাথাড়ি মারধর করে।

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় মঙ্গলবার দুপুরের একদল লোক প্রবেশ করছে মেডিকেল অফিসারের রুমে। কিছুক্ষণ পর ভেতর থেকে দরজা লাগিয়ে দেয়া হয়। সেসময় ভেতরে দায়িত্বরত ছিলেন ডা. সালেকিন মামুন।

করোনাকালে যখন বিশেষ দায়িত্ব পালন করতে হচ্ছে চিকিৎসকদের। সেসময় ফ্রন্টলাইনারদের ওপর এ ধরনের হামলাকে ন্যক্কারজনক বলছেন চিকিৎসকরা।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply