রাজধানীতে গরুর হাট কীভাবে বসবে তা চূড়ান্ত করবে সরকার: মেয়র আতিক

|

রাজধানীতে গরুর হাট কীভাবে বসবে তা চূড়ান্ত করবে সরকার: মেয়র আতিক

ছবি: ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম

করোনাকালে রাজধানীতে পশুর হাট ব্যবস্থাপনা খুবই চ্যালেঞ্জিং। এখন যে অবস্থা তাতে শহরে পশুর হাট বসবে কি না সে বিষয়ে সরকারের উচ্চ পর্যায় থেকে সিদ্ধান্ত আসবে। এমন তথ্য জানিয়েছেন ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম।

বুধবার দুপুরে বিমানবন্দর অংশের সড়ক পরিদর্শনে গিয়ে তিনি জানান, সংক্রমণ নিয়ন্ত্রণে প্রয়োজনে পশু কোরবানি করে মাংস নগরবাসীদের কাছে পৌঁছে দেবে ডিএনসিসি। দাবি করেন, অন্তত এক হাজার গরু কোরবানি করে হোম ডেলিভারি করার সক্ষমতা রয়েছে তাদের। নগরবাসীদের অনলাইনে কোরবানির পশু কেনারও আহ্বান জানান তিনি।

এছাড়া মেয়র বলেন, রাজধানীতে উন্নয়নমূলক কাজগুলোর মধ্যে সমন্বয় নেই। তবে এখন থেকে এটি আর হবে না। শহরের সকল উন্নয়নমূলক কাজে সিটি করপোরেশন ইন্টারফেয়ার করবে।

এনএনআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply