সংক্রমণের ঊর্ধ্বগতি, আল মারকাজুলে বাড়ছে লাশের ভিড়

|

প্রতিদিন গড়ে চল্লিশটি মরদেহ গোসল করানো হচ্ছে রাজধানীর আল মারকাজুল ইসলামে। একটি বিদায় না দিতেই হাজির আরও একাধিক মরদেহ। কাকডাকা ভোর অথবা মধ্যরাত; নীরবতার সুযোগ নেই অ্যাম্বুলেন্সের সাইরেনে। এমনকি মাঝে-মাঝেই জটলা বাঁধছে লাশবাহী অ্যাম্বুলেন্সের। করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির সঙ্গে পাল্লা দিয়ে দিনদিনই দীর্ঘ হচ্ছে লাশের এই মিছিল।

জুলাই মাসের শুরু থেকে প্রতিদিন গড়ে চল্লিশটি মৃতদেহ আসছে। দম ফেলার ফুরসত নেই কর্মীদের। স্বজনদের অবস্থা আরও করুন। প্রিয় মানুষের শেষ গোসলের সিরিয়াল পাওয়া নিয়েই কাড়াকাড়ি।

বুধবার বেলা বারোটা থেকে বিকেল চারটা। যমুনা টেলিভিশনের পর্যবেক্ষণে দেখা যায় এই চার ঘণ্টায়ই মৃতদেহ এসেছে ১৬টি।

একটির গোসল শেষ না হতেই আরেকটির স্বজনরা নিঃশ্বাস ফেলেন ঘাড়ের ওপর। সংস্থার কর্মীদের নাওয়া-খাওয়া ভোলার দশা। একটি মৃতদেহের গোসলে সময় লাগে অন্তত বিশ মিনিট। পরিস্থিতি আরও খারাপ হলে চাপ কীভাবে সামলাবেন সেই শঙ্কায় কর্মকর্তাদের ঘুম হারাম।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply