কোপার ফাইনালে মাঠে নামা হচ্ছে না গ্যাব্রিয়েল হেসুসের

|

ফাইল ছবি

কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামা হচ্ছে না ব্রাজিলের তারকা ফুটবলার গ্যাব্রিয়েল হেসুসের। চিলির ইউজেনিও মেনাকে ফ্লাইং কিক মারার অপরাধে লাল কার্ড দেখে ২ ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন তিনি।

রোববার (১১জুলাই) বাংলাদেশ সময় ভোর ৬টায় টুর্নামেন্টের ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হবে ব্রাজিল।

কনমেবলের ডিসিপ্লিনারি কমিটি এক বিবৃতিতে জানিয়েছে, হেসুসকে দুই ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। সেই সাথে ৫ হাজার ডলার জরিমানা গুনতে হবে তাকে। আর এই সিদ্ধান্তের বিরুদ্ধে কোনো ধরনের আপিল করতে পারবে না ব্রাজিল।

আসরের কোয়ার্টার ফাইনালে লাল কার্ড দেখায় সেমিফাইনালে পেরুর বিপক্ষে খেলতে পারেননি হেসুস। এবার আর্জেন্টিনার বিপক্ষে সুপার ক্লাসিকোয়ও হেসুসের সার্ভিস মিস করবে সেলেসাওরা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply