হাইতির প্রেসিডেন্ট জোভেনেল ময়েসের হত্যাকাণ্ডে উদ্বেগ এবং নিন্দার ঝড় বইছে আন্তর্জাতিক মহলে। এরইমাঝে সুষ্ঠু তদন্তের দাবি তুলেছে জাতিসংঘ, যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো।
অর্ন্তবর্তী প্রধানমন্ত্রী জানান, সুপরিকল্পিতভাবে ঘটানো হয়েছে এই হত্যাকাণ্ড। যাতে অংশ নিয়েছিলো ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত প্রশিক্ষণপ্রাপ্ত আততায়ীরা। রাজধানীতে প্রেসিডেন্টের বাসভবনে তদন্ত চলাকালেই এ কথা জানায় প্রশাসন।
হামলায় গুরুতর আহত ফার্স্ট লেডিকে উন্নত চিকিৎসার জন্য নেয়া হয়েছে যুক্তরাষ্ট্রে। প্রতিবেশী দেশগুলোও সংকট এড়াতে বন্ধ করেছে সীমান্ত।
এদিকে ৫৩ বছর বয়সী প্রেসিডেন্টের বর্বরোচিত হত্যাকাণ্ডে, দেশটিতে সাংবিধানিক শাসন বজায় রাখার তাগিদ দিয়েছে জাতিসংঘ। সহিংসতা এড়িয়ে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান, মহাপরিচালক অ্যান্তোনিও গুতেরেসের।
২০১৭ সালে ক্ষমতা গ্রহণের পরই সন্ত্রাসী সংগঠনগুলোর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেন প্রেসিডেন্ট। চলতি বছরই এ ইস্যুতে সংবিধান সংস্কারের কথা ছিলো।
এনএনআর/
Leave a reply