করোনায় মৃত্যুর মিছিল থামছেই না। খুলনা, রাজশাহী, কুষ্টিয়া, সাতক্ষীরা’সহ কয়েকটি জেলায় গেলো ২৪ ঘণ্টায় মারা গেছেন ১১৮ জন।
এরমধ্যে খুলনার চারটি করোনা বিশেষায়িত হাসপাতালে মৃত্যু হয়েছে ২১ জনের। রাজশাহী মেডিকেলে করোনা ও উপসর্গ নিয়ে মারা গেছেন ১৭ জন।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালে করোনা ও উপসর্গ নিয়ে প্রাণ গেছে ১৭ জনের। জেলার একমাত্র করোনা বিশেষায়িত হাসপাতালটিতে রোগী ভর্তি আছেন ২৮৯ জন।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ও উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ১৭ জনের। চুয়াডাঙ্গায় প্রাণ গেছে ১০ জনের। সমান সংখ্যক ১০ জন মারা গেছেন সাতক্ষীরাতে।
এদিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ১০ জনের। এছাড়া গেলো ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৯ ও কিশোরগঞ্জে মারা আরও গেছেন ৭ জন।
এনএনআর/
Leave a reply