ঢাকার সরকারি পাঁচ হাসপাতালকে গণমাধ্যমে রোগীর কোনো তথ্য ও সাক্ষাৎকার না দেয়ার নির্দেশ দিয়েছেন সিভিল সার্জন।
গতকাল সিভিল সার্জন ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেয়া হয়। বলা হয়, কোভিড-১৯ মহামারি পরিস্থিতিতে সিভিল সার্জন ব্যতীত অন্য কেউ গণমাধ্যমে স্বাস্থ্য সেবা বিষয়ক বা রোগ ও রোগীদের কোনো তথ্য দিতে পারবে না।
পাশাপাশি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের রোগীর ছবি তোলা, ভিডিও করা বা সাক্ষাৎকার গ্রহণ করা থেকে বিরত থাকতে বলা হয়েছে। এ বিষয়ে যেকোনো প্রয়োজনে সরাসরি সিভিল সার্জনের সাথে যোগাযোগের পরামর্শ দেয়া হয়েছে।
এনএনআর/
Leave a reply