খাবারের ব্যবস্থা না করে লকডাউন চাপিয়ে দেয়া মানবাধিকার লঙ্ঘন: ফখরুল

|

মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি।

করোনা মহামারিতে দরিদ্র জনগোষ্ঠীকে অবশ্যই মানবিক সহায়তা ও খাদ্য পৌঁছে দেয়াসহ ৫ দফা দাবি জানিয়েছে বিএনপি। দুপুরে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দরিদ্র মানুষের খাবারের ব্যবস্থা না করে লকডাউন চাপিয়ে দেয়া মানবাধিকার লঙ্ঘনের শামিল।

বিএনপি মহাসচিব অভিযোগ করেন, অপরিকল্পিত লকডাউনের স্বীকার হচ্ছে দেশের কোটি দরিদ্র মানুষ।

এসময় দলটির অন্য নেতারা বলেন, সরকারের অদূরদর্শিতা ও গাফিলতির জন্য সীমান্তবর্তী জেলাগুলোতে করোনায় এতো মৃত্যু হচ্ছে। আলোচনায় টিকা নিয়ে দুর্নীতির বিভিন্ন সমীক্ষাও তুলে ধরেন তারা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply