রূপগঞ্জে কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৭ ইউনিট

|

নারায়ণগঞ্জে হাসেম ফুড বেভারেজ কারখানায় আগুন জ্বলছে

নারায়ণগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতা এলাকায় হাসেম ফুড বেভারেজ কোম্পানি কারখানায় আগুন লেগেছে। বিকেল সাড়ে পাঁচটার দিকে আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের নারায়ণগঞ্জের উপ-সহকারী আরেফিন সিদ্দিক।

তিনি জানান, বিকেলে আগুন লাগার খবর পেয়ে ডেমরা, কাঞ্চন, ঢাকা-নারায়ণগঞ্জসহ মোট ১৭টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ করছে।

তিনি আরও বলেন, এটি একটি ফুড বেভারেজ কারখানা। এখানে জুস সহ কোমল পানীয় তৈরি করা হয় বলে প্রাথমিক ভাবে আমরা জানতে পেরেছি। তবে কি ভাবে আগুনের সূত্রপাত ঘটেছে তা নিশ্চিত হওয়া যায়নি। ফায়ার সার্ভির্সের কর্মীরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন আগুন নিয়ন্ত্রণে আনতে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply