কামরাঙ্গীরচরে চার্জার বিস্ফোরণ: একই পরিবারের ৫ জন অগ্নিদগ্ধ

|

কামরাঙ্গীরচরে চার্জার বিস্ফোরণ: একই পরিবারের ৫ জন অগ্নিদগ্ধ

প্রতীকী ছবি

রাজধানীর কামরাঙ্গীরচরে ইজিবাইকের ব্যাটারির চার্জার বিস্ফোরণে দুই শিশুসহ একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন।

শুক্রবার ভোররাত সাড়ে চারটার দিকে কামরাঙ্গীরচরের আহসানবাগের একটি বাসায় এ ঘটনা ঘটে। দগ্ধদের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া জানান, তাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। দগ্ধরা হলেন, ইজি বাইকচালক আব্দুল মতিন, তার স্ত্রী ইয়াসমিন আক্তার, তাদের দুই শিশুকন্যা আয়শা ও মাইশা এবং ইয়াসমিনের ভাগনে রায়হান।

পুলিশ জানায়, আব্দুল মতিন ঘুমানোর আগে প্রতিদিন ইজিবাইকের ব্যাটারি চার্জ দেন। গতকাল রাতেও ব্যাটারি চার্জ দিয়ে ঘুমাতে যান। ভোরে সেখান থেকে হঠাৎ করে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে।

তবে অগ্নিদগ্ধদের স্বজনরা বলছেন, চার্জার ও ব্যাটারি অক্ষত রয়েছে। কিভাবে এই দুর্ঘটনা তা বলতে পারেননি তারা।

এনএনআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply