মরণঘাতী ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ জাতীয় হকি দলের সাবেক পাকিস্তানি কোচ নাভিদ আলম। বর্তমানে পাকিস্তানের লাহোরের একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি।
২০১৩ সালে বাংলাদেশ জাতীয় হকি দলের প্রধান কোচের দ্বায়িত্ব পালন করেন নাভিদ আলম। এছাড়াও বাংলাদেশের হকিতে তিনি এক পরিচিত মুখ। খেলোয়াড়ি জীবনে খেলেছেন বাংলাদেশের ঊষা ক্রীড়া চক্রের হয়ে। ছিলেন অলিম্পিকে পাকিস্তান হকি দলের স্বর্ণজয়ী সদস্য।
নাভিদ আলম বাংলাদেশ ছাড়া পাকিস্তানেও কোচিং করিয়েছেন। দেশটির হকি ফেডারেশনের ডেভেলপমেন্ট কমিটির প্রধান ছিলেন তিনি। পাশাপাশি ব্যাংকিং পেশায় নিযুক্ত আছেন নাভিদ আলম।
তার দ্রুত আরোগ্য কামনা করেছেন বাংলাদেশি সতীর্থরা।
Leave a reply