কুমিল্লা ব্যুরো:
কুমিল্লা জেলায় চীনা প্রতিষ্ঠান সিনোফার্মের তৈরি ৭৮ হাজার ডোজ টিকা পৌঁছেছে।
শুক্রবার (৯ জুলাই) বেলা আড়াইটায় ভ্যাকসিনগুলো গ্রহণ করেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আকম বাহাউদ্দীন বাহার ও সিভিল সার্জন মীর মোবারক হোসাইন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ( ডিএসবি) মোঃ আফজল হোসেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট অতীশ সরকার, ডাঃ সৌমেন রায়।
পরে সদর আসনের সাংসদ বীরমুক্তিযোদ্ধা আকম বাহাউদ্দিন বাহার বলেন, সরকার করোনা প্রতিরোধে বদ্ধ পরিকর। সবার জন্য ভ্যাক্সিন নিশ্চিত করা হবে। সে লক্ষ্য কাজ চলছে। তবে সবার ভ্যাক্সিন নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত সবাইকে স্বাস্থ্যবিধি মানার আহবান জানান এমপি বাহার।
কুমিল্লা জেলা সিভিল সার্জন মীর মোবারক হোসাইন বলেন, দেশে যারা নিবন্ধন করেছেন অথচ টিকা গ্রহণ করেন নি বা করতে পারেননি পর্যায়ক্রমে সবাইকে টিকা দেয়া হবে। এছাড়াও বিদেশগামীদের টিকা নিশ্চিত করা হবে।
এসময় সিনোফার্মার ভ্যাকসিনগুলো কুমিল্লা সদর হাসপাতালের কোল্ড স্টোরেজে সংরক্ষণ করা হয়।
Leave a reply