বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে মৃত্যুবরণ করল ৮ হাজারের বেশি মানুষ। এ পর্যন্ত মোট ৪০ লাখ ৩৫ হাজার মানুষের প্রাণ কেড়ে নিলো ভাইরাসটি।
দৈনিক মৃত্যু ও সংক্রমণে শীর্ষে রয়েছে ব্রাজিল। শুক্রবারও (৯ জুলাই) ১৪শ’র বেশি প্রাণহানি আর ৫৮ হাজারের মতো সংক্রমণ শনাক্ত দেখল লাতিন দেশটি।
ভারতে ১৩ দিন পর আবারও দৈনিক ১২শ’র বেশি মৃত্যু হলো করোনাভাইরাসে। বাড়ছে ভাইরাসটির বিস্তারও; একদিনেই সাড়ে ৪২ হাজার মানুষের দেহে শনাক্ত হয়েছে করোনা।
আগের চেয়ে কিছুটা কমলেও ইন্দোনেশিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় ৮৭১ জন মৃত্যুবরণ করেছে; শনাক্ত হয়েছে ৩৮ হাজারের বেশি।
গত ২৪ ঘণ্টায় ৭২৬ জনের মৃত্যু লিপিবদ্ধ করলো রাশিয়া। কলম্বিয়ায় গত ২৪ ঘণ্টাতেই করোনায় মৃতের সংখ্যা পৌনে ছয়শ’।
সারা বিশ্বে আরও ৪ লাখ ৮৬ হাজার মানুষের শরীরে মিললো প্রাণঘাতী করোনা, মোট শনাক্ত ১৮ কোটি ৬৮ লাখের বেশি।
Leave a reply