বন্যায় বিপর্যস্ত নিউইয়র্ক

|

বন্যায় বিপর্যস্ত নিউইয়র্ক।

যুক্তরাষ্ট্রে ঘূর্ণিঝড় এলসার তাণ্ডব এবং বন্যায় বিপর্যস্ত নিউইয়র্ক। শুক্রবার জলাবদ্ধ হয়ে পড়ে শহরটির সাবওয়ে স্টেশন এবং বেশকিছু রেল-লাইন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল সাবওয়েতে বন্যার পানি থৈ-থৈ করার ভিডিও। ১৫৭ হারলেম স্ট্রিট এবং কুইনসের ৪২ বার্য়ান্ট স্ট্রিটেও জমে যায় বন্যার পানি। যা নিষ্কাশনে দেরি হওয়ায় কয়েকটি ট্রেনের গতিপথ পাল্টানো হয়। বিলম্বিত করা হয় সময়সূচিও। জলাবদ্ধ হয়ে পড়েছে কয়েকটি লোকালয়ও। এর জন্য প্রশাসনিক গাফিলতিকে সরাসরি দায়ী করেন ম্যানহাটানবাসী।

এদিকে, শুক্রবার নাগাদ শক্তি হারিয়ে সাধারণ ঝড়ে পরিণত হয়েছে- এলসা। বোস্টন থেকে মেইন রাজ্যের দিকে যাচ্ছে ঝড়টি। যার বর্তমান গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার। এর প্রভাবে ৯ সেন্টিমিটার পর্যন্ত রেকর্ড করা হচ্ছে বৃষ্টিপাত। ফ্লোরিডায় ঘূর্ণিঝড়টির তাণ্ডবে প্রাণ হারান একজন, আর আহত হয়েছেন আরও ৯ ব্যক্তি।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply