নারায়ণগঞ্জে অগ্নিকাণ্ড: স্বজনদের আহাজারিতে ভারি ঢাকা মেডিকেল এলাকা

|

স্বজনদের আহাজারিতে ভারি ঢাকা মেডিকেল এলাকা।

নারায়ণগঞ্জে সেজান জুস কারখানায় অগ্নিকাণ্ডে নিহতদের স্বজনদের আহাজারিতে ভারি ঢাকা মেডিকেল এলাকা। নানা অনিশ্চয়তার মাঝেই প্রিয়জনের মরদেহটি পাওয়ার অপেক্ষায় স্বজনরা।

আগুনে নিহত ৪৯টি মরদেহ ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে। পোড়া লাশের গন্ধ ঢাকা মেডিকেলের মর্গের চারপাশ জুড়ে। এরই মাঝে প্রিয়জনকে খুঁজে ফেরার চেষ্টায় ছবি হাতে অপেক্ষায় আছে অনেক স্বজনরা।

সিআইডির ফরেনসিক বিভাগ জানায়, ইতোমধ্যে ২৯টি মরদেহের বিপরীতে ৪০ জন স্বজনের ডিএনএ স্যাম্পল নেয়া হয়েছে। ডিএনএ পরীক্ষা শেষ করতে ২১ দিনের মতো সময় লাগবে। দ্রুত সময়ের মধ্যে মরদেহগুলো হস্তান্তরের চেষ্টা অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা। তবে যাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হবে না তাদের সরকারি খরচে দাফন করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

তিনি বলেন, ডিএমসিতে সব মরদেহ জন্য পর্যাপ্ত জায়গা না থাকায় আজ কিছু মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেলের মর্গে নেয়া হয়েছে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply