সাদমান-শান্তর সেঞ্চুরি; রানের পাহাড় গড়ে বাংলাদেশের ইনিংস ঘোষণা

|

জিম্বাবুয়েকে ৪৭৭ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়ে ইনিংস ঘোষণা করেছে বাংলাদেশ।

সাদমান ইসলাম ও নাজমুল হাসান শান্তর জোড়া সেঞ্চুরিতে জিম্বাবুয়ের সামনে ৪৭৭ রানের বড় লক্ষ্য ছুঁড়ে দিয়েছে বাংলাদেশ। হারারে টেস্টের চতুর্থ দিনে দ্বিতীয় ইনিংসে ১ উইকেটে ২৮৪ রানে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। শেষ খবর পাওয়া পর্যন্ত জিম্বাবুয়ের সংগ্রহ এক উইকেটে ১৫ রান।

এর আগে প্রথম ইনিংসের ২৯২ রানের লিড নিয়ে ব্যাট করতে নেমেছিল বাংলাদেশ। এবার সেঞ্চুরি পান বাংলাদেশের তরুণ দুই ব্যাটসম্যান। ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পান বাঁহাতি সাদমান ইসলাম। ১৮০ বলে ৮ বাউন্ডারিতে সেঞ্চুরি করেন তিনি।

তার পরপরই সেঞ্চুরি করেন আরেক ব্যাটসম্যান নাজমুল হাসান শান্ত। দুইজনের সেঞ্চুরিতে ৪৭৬ রানের লিড নিয়ে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। জিততে হলে ৪৭৭ রানের পাহাড় টপকাতে হবে স্বাগতিক জিম্বাবুয়েকে।

এর আগে হারারে স্পোর্টস ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে প্রথম ইনিংসে ব্যাট করে মাহমুদউল্লাহ রিয়াদের সেঞ্চুরি (১৫০) ও লিটন, তাসকিন, মুমিনুলের ফিফটিতে ভর করে ৪৬৮ রান করে বাংলাদেশ। জবাবে ব্যাটিংয়ে নেমে প্রথম ইনিংসে জিম্বাবুয়ে ২৭৬ রানে অলআউট হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply